পাঁচ ভাই ও পানসি সিলেটের সবচেয়ে জনপ্রিয় দুটি রেস্টুরেন্ট। প্রতিদিন ১০-১৫ হাজার মানুষ রেস্টুরেন্ট দুটিতে খাওয়া-দাওয়া করেন
সিলেটে জনপ্রিয় পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমান আদালত। সোমবার (৭ ডিসেম্বর) সকাল থেকে নগরীর জিন্দাবাজারস্থ ওই দুটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন র্যাব হেড কোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।
অভিযানে পাঁচ ভাই রেস্টুরেন্টকে তিন লাখ টাকা ও পানসী রেস্টুরেন্টে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি নাহিদ হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, খাবারে কাপড়ের রং মেশানো, পঁচা-বাসি খাবার এবং অপরিচ্ছন্ন-নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে পাঁচ ভাই রেস্টুরেন্টকে জরিমানা করা হয়।
এরপর পানসি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। ওই রেস্টুরেন্টেও পঁচা-বাসি গ্রিল, বিষাক্ত রং মেশানো এবং নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের চিত্র দেখতে পান। এ সময় পানসি রেস্টুরেন্টকেও জরিমানা করা হয।
প্রসঙ্গত, পাঁচ ভাই ও পানসি সিলেটের সবচেয়ে জনপ্রিয় দুটি রেস্টুরেন্ট। প্রতিদিন ১০-১৫ হাজার মানুষ রেস্টুরেন্ট দুটিতে খাওয়া-দাওয়া করেন।
মতামত দিন