এ ঘটনার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ
রাজধানীর ভাটারা এলাকায় মার্কিন দূতাবাসের অ্যানেক্স ভবনের কাছ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সন্ধ্যায় ঢাকা ট্রিবিউনকে বলেন, "আজ দুপুর সাড়ে ৩টার দিকে মার্কিন দূতাবাসের সামনে সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকার খবর পায় পুলিশ। এরপর আমাদের টিম সেখানে যায়।"
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ব্যাগ, বালিভর্তি একটি বাক্স, একটি ম্যাচবক্স, কিছু ইলেকট্রিক তার ও একটি ছোট ছুরি উদ্ধার করা হয়।
সুদীপ কুমার বলেন, "আমরা বলতে পারবো না সেটি বোমা কিনা। আমরা কোনো ঝুঁকি নেইনি এবং বোম ডিসপোজাল ইউনিট সেখানে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।"
এ ঘটনার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন