মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে আগুন লাগে
রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে মঙ্গলবার দিবাগত রাতে লাগা আগুনে ৫৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, রাত ২টা ১০ মিনিটে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকাল ৬টা ২৮ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়, বলেন রাসেল।
৫৫টি ঘর পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
এর আগে, রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডের বিহারী পট্টি জহুরী মহল্লার পাশের বস্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নেভানোর আগেই আগুনে বেশকিছু ঘর পুড়ে যায়।
তার আগে, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গণমাধ্যমের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডে সাততলা বস্তির কমপক্ষে ৩০০টি ঘর ও দোকানপাট আগুনে পুড়ে গেছে।
মতামত দিন