বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ঘটা মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নয়জন নিহত ও চারজন আহত হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে বাবা-ছেলেসহ নয়জন নিহত ও চারজন আহত হয়েছে।
নিহত সাতজনের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলো, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের বাবু, একই এলাকার তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, করিম, মিলু, আবুল কাশেম ও লাওঘাটা গ্রামের আতাউর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১২ জন কৃষক ভটভটিতে করে ধান নিয়ে বাড়ি ফিরছিলো। পথে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকার ভাঙ্গাব্রিজে ভোর পৌনে ৫টার দিকে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন ও পরে হাসপাতালে মারা যায় আরও দুইজন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে বাকি চারজন কৃষক।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
মতামত দিন