প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী এই প্যাভিলিয়ন উদ্বোধন করেন
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় “প্রদর্শনীতে বঙ্গবন্ধু” নামে একটি প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে প্যাভিলিয়নটি উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষ্যে তাকে শ্রদ্ধা জানাতে সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্যাভিলিয়ন উদ্বোধন করেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে বসে বিশাল পর্দায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের পুরো ভাষণটি প্রত্যক্ষ করেন। এরপর প্রধানমন্ত্রী প্যাভিলিয়নটি ঘুরে দেখেন।”
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
মতামত দিন