ঘটনার প্রথম থেকে উপস্থিত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে
লালমনিরহাটে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দিনের ৫ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১৫ নভেম্বর) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর হাকিম মোছা. ফেরদৌসী বেগমের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. মাহমুদুন্নবী ও আসামি আফিজ উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন কোর্ট পুলিশের উপপরিদর্শক মুসা আলম।
এরআগে গত ১৩ নভেম্বর তাকে গ্রেফতার করে পাটগ্রাম থানা পুলিশ ও লালমনিরহাট জেলা ডিবি পুলিশের একটি যৌথ টিম।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েলকে হত্যার পরে লাশ টেনে হেঁচড়ে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের বুড়িমারী ইউনিয়ন পরিষদের প্রথম বাঁশকল মেসার্স জয় ট্রেডার্সের সামনে মহাসড়কের ওপর পেট্রোল, কাঠখড়ি ও টায়ার দিয়ে পুড়িয়ে ছাই করার ঘটনায় রুজু হওয়া তিনটি মামলায় এজার নামীয় ১১৪ জন আসামি ও অজ্ঞাত শত শত আসামির মধ্যে এখন পর্যন্ত ১২তম দফায় এজাহার নামীয় ৩৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এরমধ্যে জুয়েলকে মসজিদের ভেতরে প্রথম মারধরকারী ও হত্যা মামলার এক নং আসামি আবুল হোসেন ওরফে হোসেন আলী এবং ওই মসজিদের খাদেম জোবায়েদ আলী ওরফে জুবেদ আলী রয়েছে।
মতামত দিন