বৃদ্ধার মৃত্যুর ১২ দিনের মাথায় এই ঘটনা ঘটে
পাবনার ঈশ্বরদীতে মারা যাওয়ার ১২ দিনের মাথায় কবরস্থান থেকে ৮৫ বছরের এক বৃদ্ধার মরদেহ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন।
স্থানীয় বাসিন্দা ও বৃদ্ধার পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ৩১ অক্টোবর উপজেলার জয়নগর পূর্বপাড়া গ্রামে ফজিলা খাতুন নামের ওই বৃদ্ধার মৃত্যু হয়। তাকে জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দাফনের ১২ দিনের মাথায় বুধবার গভীর রাতে কোনো এক সময় কবরস্থান থেকে ওই বৃদ্ধার মরদেহ তুলে তার মাথা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফিরোজ কবির ও ওসি সেখ নাসীর উদ্দিন।
ওসি নাসীর উদ্দিন ঢাকা ট্রিবিউনকে, “কি কারণে বৃদ্ধার মাথা কেটে নিয়ে গেছে তা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ মাঠে নেমেছে। ওই বৃদ্ধার মরদেহ পুনরায় দাফন করা হয়েছে।”
এদিকে ঘটনার পর আতংক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। এমন ঘটনা আরো ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
মতামত দিন