বিদায় বেলায় এমন আনুষ্ঠানিকতা ও সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অবসরে যাওয়া তিন পুলিশ সদস্য
রাজশাহীতে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যাওয়া আরো তিন পুলিশ সদস্যকে ফুলসজ্জিত গাড়িতে বাড়িতে পৌঁছে দেয়ার মাধ্যমে বিদায় জানানো হয়েছে। রবিবার (১ নভেম্বর) টিএসআই রেজা মো. গোলাম কিবরিয়া, এএসআই (সশস্ত্র) মোশাররফ হোসেন ও কনস্টেবল হেলাল উদ্দীনকে এভাবেই আনুষ্ঠানিক বিদায় জানায় রাজশাহী জেলা পুলিশ।
এর আগে শুক্রবার ও শনিবার টিএসআই খন্দকার মো. মাজেদুল ইসলাম ও নায়েক মো. নুরুল হাকিমকে এভাবেই বিদায় জানানো হয়। রাজশাহীর নতুন পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনের উদ্যোগে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম ঢাকা ট্রিবিউনকে বলেন, “রবিবার তাদের বিদায় বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এসপি এ বি এম মাসুদ হোসেন। মূলত তার উদ্যোগেই এমনটি করা হচ্ছে।”
বিদায় বেলায় এমন আনুষ্ঠানিকতা ও সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী তিন পুলিশ সদস্য। তারা জানান, বিদায় বেলায় পুলিশ সুপারের এমন আনুষ্ঠানিক বিদায় তাদের অত্যন্ত গর্বিত করেছে। এমন সম্মানজনক বিদায় পেয়ে তারা এসপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মতামত দিন