রবিবার আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিলসহ এক ছাত্রলীগ নেতা ও তার বন্ধুকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকা থেকে তাদের ৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম।
আটক দুই ব্যক্তি হলো- কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এজাজ কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার ও অভি শহরতলীর জুগিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে শনিবার রাতে মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় দৌলতপুর সীমান্ত থেকে থেকে মোটরসাইকেলে মাদক নিয়ে কুষ্টিয়া ফেরার পথে ৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হয় এজাজ ও তার বন্ধু অভি। পরে বিজিবি সদস্যরা তাদের থানাইয় সোপর্দ করে।
ওসি মো. জহুরুল আলম বলেন, “আটক ছাত্রলীগ নেতা ও তার বন্ধুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ (ক) ধারা মোতাবেক মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখানো হয়। রবিবার সকালে তাদের আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”
মতামত দিন