‘সাধারণ ডায়েরির পর অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া না গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে’
বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে এক নবজাতক (ছেলে) উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে পশ্চিম মোরেলগঞ্জের সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের নির্জন বাগান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, “নবজাতক শিশুটিকে ভর্তি করে প্রসূতি ওয়ার্ডে এক মায়ের কাছে রাখা হয়েছে।”
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে দ্রুত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সম্পূর্ণ সুস্থ আছে। সাধারণ ডায়েরির পর অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া না গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মতামত দিন