বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে গত ১১ অক্টোবর রাতে রায়হান আহমদ মারা যান
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের পরিবারের হাতে শুভেচ্ছা সামগ্রী তুলে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে এসএমপি’র পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) এসব সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি.এম. আশরাফ উল্যাহ তাহের এবং সহকারি পুলিশ কমিশনার (ফাইন্যান্স) রাখী রাণী দাস।
আরও পড়ুন- যেতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে, পুলিশ পাঠিয়ে দিলো পরপারে
প্রসঙ্গত, গত মঙ্গলবার রায়হানের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন নতুন এসএমপি কমিশনার নিশারুল আরিফ। পরদিন (বুধবার) তিনি কমিশনার হিসেবে যোগদান করেন। তার কর্মদিবসের দ্বিতীয় দিনে তিনি বন্দরবাজার ফাঁড়ি পরিদর্শন করেন।
বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে গত ১১ অক্টোবর রাতে রায়হান আহমদ মারা যান।
আরও পড়ুন- হত্যাকাণ্ডে অভিযুক্ত এসআই আকবর ‘লাপাত্তা’
এই ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে ১২ অক্টোবর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূইয়াসহ চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। এছাড়া প্রত্যাহার করা হয়েছে তিন পুলিশ সদস্যকে।
মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মতামত দিন