অভিযুক্ত ব্যক্তি উপস্থিত মেহমানদের সঙ্গে বসে খাবার খান
রাজধানীর মিরপুরে একটি বিয়ের অনুষ্ঠান বিনা দাওয়াতে উপস্থিত হয়ে উপহারের টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত ওই ব্যক্তিকে মিরপুর পানির ট্যাংকি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. খলিল (৩৫)। তিনি পটুয়াখালীর কলাপাড়া থানার খেউপাড়া গ্রামের আনছার আলী সরদারের ছেলে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে বলেন, গত ২ অক্টোবর মিরপুর-১’এর সিটিমহল চাইনিজ রেস্টুরেন্টে একটি বিয়ের অনুষ্ঠানে বিনা দাওয়াতে উপস্থিত হন খলিল। সেখানে তিনি উপস্থিত মেহমানদের সঙ্গে বসে খাবার খান। বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের দেওয়া উপহার প্রায় ৫ লক্ষ ৫৯ হাজার টাকা একটি স্কুল ব্যাগে রক্ষিত ছিল। টাকার ব্যাগটি ছিল রেস্টুরেন্টের ক্যাশ টেবিলের উপর। সবার অগোচরে টাকার ব্যাগটি নিয়ে সটকে পড়েন খলিল। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়।
তিনি আরও বলেন, ২৫ অক্টোবর মিরপুর পানির ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে খলিলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই স্কুলব্যাগসহ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে চুরি করার সময় তার পরনের পাঞ্জাবি ও প্যান্ট উদ্ধার করা হয়।
মতামত দিন