‘মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি’
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় পিকআপভ্যানের চাপায় এক যুককের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক (৩৫) বছর।
মো. আজাহার নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল তাকে উদ্ধার করে ঢাকা কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে আটটায় তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মর্কতা বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পড়নের কাপড় ছিড়ে গেছে। শুধু ফুল প্যান্ট রয়েছে।
মতামত দিন