ইয়ামিনকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে
বাগেরহাটের রামপাল উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইয়ামিন নামের অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, রামপাল উপজেলার এক ব্যক্তি প্রবাসী জীবিকার তাগিদে ভারতে যান। সেখানে সে প্রায় এক বছর সাত মাস ধরে অবস্থান করছেন তিনি। গত ৫ জানুয়ারি ওই গৃহবধূকে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে ইয়ামিন। এ সময় ওই গৃহবধূর বিবস্ত্র ছবি ইয়ামিন তার মোবাইলে ধারণ করে। পরে ওই ভিডিও ইন্টানেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মাসের পর মাস তাকে র্ধষণ করে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
তিনি আরও জানান, প্রবাসীর স্ত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইয়ামিনকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
মতামত দিন