বুধবার ভোর ৫টার দিকে ওই গৃহবধুর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে এবং বিবস্ত্র করে ছবি-ভিডিও ধারণ করে চলে যায় শরীফ
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে (২৩) ঘরে ঢুকে ধর্ষণ করার ঘটনায় অভিযুক্ত মজিবুর রহমান শরীফকে (৩০) ধর্ষণ ও অস্ত্রের দুটি মামলায় ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলার ৭ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদীন নাঁহিন এর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মজিবুর রহমান শরীফ উপজেলার নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে চাটখিল থানায় ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় ৮টি মামলা রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা চাটখিল থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন জানান, শরীফকে ধর্ষণ ও অস্ত্রের দুটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ধর্ষণ মামলায় ৩দিন ও অস্ত্র মামলায় ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, বুধবার ভোর ৫টার দিকে ওই গৃহবধুর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে এবং বিবস্ত্র করে ছবি-ভিডিও ধারণ করে চলে যায় শরীফ।
এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধু নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা করেন। যার পরিপ্রেক্ষিতে ওইদিন বিকেল ৩টার দিকে তাকে নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।
মতামত দিন