এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন
টাঙ্গাইলের ঘাটাইলে নিজের বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে হাসমত আলী (২৫) নামে এক মাদকাসক্ত ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের হেংগারচালা গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম।
নিহত ছোমেদ আলী (৫০) হেংগাচালা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত হাসমত আলীকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত মাদক সেবনের কারণে গত দেড় বছর ধরে অভিযুক্ত হাসমত মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। মানসিক রোগী হওয়ায় তাকে তার বাবা-মা বারান্দার একটি ঘরে শিকল দিয়ে বেঁধে রাখতেন। শনিবার রাতে শিকল বাঁধার খুটি উপড়ে গেলে বেরিয়ে পড়ে হাসমত। এ সময় কিছু বুঝে ওঠার আগেই হাসমত ঘরে ঢুকে তার বাবাকে লাঠিপেটা করতে থাকে। এক পর্যায়ে ঘরে থাকা কোদাল হাতে পেয়েই বাবার মাথা ছিন্নভিন্ন করে ফেলে হাসমত। ফলে ঘটনাস্থলেই ছোমেদ আলীর মৃত্যু হয়। এ সময় তার মা বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করে সে।
পরে এলাকাবসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোর্পদ করে। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর ধারণা, শিকল দিয়ে বেঁধে রাখার কারণেই বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে এই নির্মম ঘটনা ঘটিয়েছে হাসমত।
এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ছেলে হাসমতকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কোদাল, একটি বিদেশি লাইট ও একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। রবিবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন।”
মতামত দিন