এ সময় অনেকেই ঘটনাস্থলে নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে ছিল
সাতক্ষীরা সদরে প্রতিবন্ধী দুই ভাই-বোনকে পিটিয়ে আহত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত নির্যাতনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার সময় শহরের ন্যাশনাল ব্যাংক সড়কে প্রভাবশালী আব্দুল আজিজ নিকারী, তার ভাই রহমান ও ছেলে কামাল রড় দিয়ে পিটিয়ে আহত করেন।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে আব্দুল আজিজ নিকারী নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারীকে রড দিয়ে সজোরে আঘাত করতে করতে সামনের দিকে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। এ সময় অনেকেই ঘটনাস্থলে নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাণসায়র এলাকার শারীরিক ও মানসিক প্রতিবন্ধী আঞ্জুমানারা নাইচ (৩৮) ও তার ভাই খন্দকার মারুফ হোসেনের সঙ্গে অভিযুক্তদের জমি নিয়ে বিরোধ চলমান। তারই জের ধরে বিভিন্ন সময়ে মারপিটের ধারাবাহিকতায় গতকালও তাদেরকে পেটানো হয়। পরে আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিন বলেন, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী দুই ভাই-বোনকে মারধরের অভিযোগে আব্দুল আজিজ নিকারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে নেওয়া হবে।
মতামত দিন