২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদায় ২৭টি ডলফিনের মৃত্যু হয়েছে
চট্টগ্রামের হালদা নদীতে আরও একটি গাঙ্গেয় ডলফিনের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ডলফিনটির মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন হালদা গবেষক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া। তিনি বলেন, রাউজানের কাগোটিয়া আজিমের হাট এলাকার হালদায় অর্ধগলিত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
ড. কিবরিয়া আরও বলেন, “দুই-তিন দিন আগে মারা যাওয়া ডলফিনটির লেজে ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে। উদ্ধারের পর রাউজান উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় সেটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।”
“২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদায় ২৭টি ডলফিনের মৃত্যু হয়েছে। যা এখানে প্রাণীটির জন্য অশনি সংকেত।”
এর আগে, গত ১৪ আগস্ট হালদার মদনাঘাট পয়েন্টে একটি মৃত ডলফিন পাওয়া গিয়েছিল।
গত ১২ মে এক রিট আবেদনের পরিপেক্ষিতে হালদা নদীর ডলফিন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে ৭২ ঘণ্টা সময়ও বেঁধে দেওয়া হয়।
বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ডলফিনকে বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত করেছে।
মতামত দিন