লাশের পরিচয় নিশ্চিহ্ন করার জন্য টুকরো করার পর গর্ভের সন্তানকে বের করে লাশটি একটি জিও (প্লাস্টিক) ব্যাগে ভরে ফেলে সে
অন্তঃস্বত্তা স্ত্রীকে হত্যা করে লাশ গুমের চেষ্টার সময় গ্রেফতার করা হয়েছে বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য সাদ্দাম হোসেনকে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ফাঁড়ি সংলগ্ন ভাড়া বাসায় স্ত্রী জোসনা বেগমকে (৩৫) হত্যা করে লাশ টুকরো করে বস্তায় ভরে গুম করার সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মফিজুর রহমান।
ওসি জানান, পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সাদ্দাম হোসেন তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে। ওই নারীর আগে একবার বিয়ে হয়েছিল। ঘটনার পর নিহতের আগের পক্ষের ছেলে ও বোনের মেয়ে ঘটনাস্থলে এসে জোসনা বেগমকে খোঁজাখুঁজি করে। তখন সাদ্দাম তাদের জানান, জোসনা পাশের বাড়িতে বেড়াতে গেছেন।
“তারা চলে গেলে লাশের পরিচয় নিশ্চিহ্ন করার জন্য টুকরো করার পর গর্ভের সন্তানকে বের করে লাশটি পুলিশের ব্যবহৃত একটি জিও (প্লাস্টিক) ব্যাগে ভরে ফেলে সাদ্দাম।”
তিনি আরও জানান, অভিযুক্তের বাসার গৃহকর্মীকে মারধর করা হয়েছে এমন খবর পেয়ে সাদ্দামের বাসায় গিয়ে খোঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেখানে গিয়ে তার স্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধারের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
মতামত দিন