গির্জা থেকে মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে
রাজশাহীর তানোর উপজেলায় ৭ম শ্রেণি পড়ুয়া এক ক্ষুদ্র নৃগোষ্ঠির কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে একটি গির্জার ফাদারের বিরুদ্ধে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
তিনি জানান, গির্জা থেকে মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। রাতেই তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। নির্যাতিতকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম ফাদার প্রদীপ গ্রেগরি। তিনি রাজশাহীর তানোর উপজেলা মুন্ডুমালা সাধু জান মেরি তিয়ান্নী গির্জার ইনচার্জ।
ধর্ষণের অভিযোগ ওঠার পরই তাকে মুন্ডুমালা গির্জা থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গির্জার সহকারী ইনচার্জ ফাদার প্যাটিজ গোমেজ।
নির্যাতনের শিকার কিশোরীর ভাই বলেন, ২৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে মাঠে ঘাস কাটতে গিয়ে তার বোন আর ফিরে আসেনি। সারাদিন খোঁজাখুজির পর না পেয়ে ২৭ সেপ্টেম্বর এ ঘটনায় তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন ২৮ সেপ্টেম্বর গির্জার ফাদারে ভবনের ছাদে ওই ছাত্রীকে দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করতে গেলে ফাদার বাধা দেন।
এ ব্যাপারে অভিযুক্ত ফাদার প্রদীপ গ্রেগরির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি ফোনটি বন্ধ পাওয়া গেছে।
মতামত দিন