পাকা খুঁটি ও মেহগনি গাছে বেঁধে গলায় সুপারি ঝুলিয়ে দুই কিশোরকে মারধর করা হয়
সুপারি চুরির অভিযোগে দুই কিশোরকে নির্যাতনের পর থানায় সোপর্দ করেছে গ্রামবাসী। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বাগপাড়া গ্রামে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সুপারি চুরির সময় হাতেনাতে ধরা হয়েছে এমন অভিযোগে দুই কিশোরের হাত পিঠমোড়া দিয়ে বেঁধে দীর্ঘক্ষণ ধরে নির্যাতন চালানো হয়। এ সময় তাদের কাছে স্থানীয় দুটি বাগান থেকে পেড়ে আনা এক বস্তা সুপারি পাওয়া গেছে বলেও দাবি নির্যাতনকারীদের।
চুরির অভিযোগে নির্যাতনের শিকার দুই কিশোরের একজনের বয়স ১৭ ও আরেকজনের ১৫ বলে জানা গেছে। তবে চুরির সময় তাদের সঙ্গে থাকা আরেক কিশোর পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে ওই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী কবির হোসেনের বাড়ি থেকে ভ্যান, সাইকেল ও টর্চ লাইট চুরি যায়। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেন কবির। এই চুরির ঘটনায়ও ওই দুই কিশোরের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতন চালানো হয়। পাকা খুঁটি ও মেহগনি গাছে বেঁধে গলায় সুপারি ঝুলিয়ে করা হয় মারধর।
সূত্র আরও জানায়, নির্যাতনের পর ওই কিশোরেরা সুপারি চুরির কথা স্বীকার করলেও ভ্যান, সাইকেল ও টর্চ লাইট চুরির বিষয়টি অস্বীকার করে।
এরপর তাদেরকে স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে গেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সেখান থেকে প্রশাসনের দ্বারস্থ হতে পরামর্শ দেওয়া হয়। এরপর তাদেরকে তাদেরকে ভ্যানে উঠিয়ে গ্রাম ঘুরিয়ে পাটকেলঘাটা থানায় নিয়ে যায় গ্রামবাসী।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বলেন, লিখিত অভিযোগ না করায় এবং অভিযুক্তরা কিশোর হওয়ায় তাদের অভিভাবকদেরকে ডেকে বিষয়টি মিমাংসা করা হয়েছে।
মতামত দিন