‘শুধুমাত্র সাইনবোর্ডে নাম থাকার কারণে প্রয়োজনীয় তথ্য যাচাই না করেই সংশ্লিষ্ট কর্মকর্তা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে শিশুটির বিরুদ্ধে মামলা করেন’
রাজশাহীতে আট বছরের শিশুকে আসামি করে মামলা ও শ্রম আদালতে নিয়মিত হাজিরা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে “চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ”। একইসঙ্গে বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হয়রানি থেকে শিশুটিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কোয়ালিশনের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর “আট বছরের শিশু মামলার আসামি, দিতে হয় হাজিরা” শিরোনামে একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের পরিদর্শক বাবুল আক্তার বাদী হয়ে বাবা ও ছেলের বিরুদ্ধে শ্রম আদালতে দুটি মামলা করেছেন। বাবা জুনাব আলীর দোকানের সাইনবোর্ডে শিশুটির ছবি ও নাম দেওয়া ছিল। শুধুমাত্র সাইনবোর্ডে নাম থাকার কারণে প্রয়োজনীয় তথ্য যাচাই না করেই সংশ্লিষ্ট কর্মকর্তা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে শিশুটির বিরুদ্ধে মামলা করেন।
মামলাটির কারণে ওই শিশুটি ও তার পরিবার চরম হয়রানি মধ্যে পড়েছে মন্তব্য করে বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় শিশুটির অধিকার লঙ্ঘিত হয়েছে এবং এটি তার বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই কোয়ালিশন অতিসত্বর মামলা থেকে শিশুটির নাম প্রত্যাহার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।
মতামত দিন