ধর্ষণ মামলা করা একই বাদী রাজধানীর কোতোয়ালী থানায় নতুন এই মামলাটি দায়ের করেছেন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কোতোয়ালী থানায় নতুন এই মামলাটি দায়ের করা হয়। মামলায় নুরুসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ডিসি-মিডিয়া) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “একই বাদী গত রবিবার লালবাগ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন।”
এর আগে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে নুরসহ ধর্ষণ মামলার অপর পাঁচ আসামিকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আরও পড়ুন - ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের মামলা
কাকরাইলের মৎস্য ভবনের নিকটে পুলিশের ওপর আক্রমণ ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছিল বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার এসএম শামীম।
পরে এক ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর আগে তারা একটি মুচলেকায় সাক্ষর করেন। আটকের দুই ঘণ্টার মধ্যে নুরকে ছেড়ে দিলো পুলিশ
ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, “আইন-শৃঙ্খলা ব্যাহত করার জন্য আমরা তাদের হেফাজতে নিয়েছিলাম। তবে আমরা জিজ্ঞাসাবাদের পরে তাদের ছেড়ে দিয়েছি।”
আরও পড়ুন - আটকের দুই ঘণ্টার মধ্যে নুরকে ছেড়ে দিলো পুলিশ
এর আগে, গত রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলায় নুরসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।”
আসামিরা হলেন- হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নুর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এদের মধ্যে হাসান আল মামুনকে প্রধান আসামি এবং ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন - ভিপি নুরকে হত্যার হুমকি!
আরও পড়ুন - মুজিববর্ষে মোদী এলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি নুরের
মতামত দিন