বেদম মারধরেই তার মৃত্যু হয়েছে বলে শরীরের আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে
বন্দরনগরী চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় চুরির অভিযোগে এক দোকান কর্মচারিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম রমজান আলী রাসেল (২২)।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রিয়াজউদ্দিন বাজারের এসএস টাওয়ার ভবনের আরাফাত স্টোর নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গুদামে নেওয়ার সময় দোকানটির কিছু গুড়ো দুধের কার্টনের হিসেবে গড়মিল দেখা দেয়। এ ঘটনায় দোকান মালিক কর্মচারি রাসেলকে দোষারোপ করলে সে তা অস্বীকার করে। পরে তাকে বেদম মারধর করা হয়। এতে আহত হয়ে মারা যায় রাসেল।
এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার দায়ে দোকান মালিকের ছোটভাই আরমান (২৮ ও দোকানটির আরেক কর্মচারি ইউনুসকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী সার্কেল) নোবেল চাকমা ঢাকা ট্রিবিউনকে বলেন, বেদম মারধরেই রাসেলের মৃত্যু হয়েছে বলে শরীরের আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মতামত দিন