নাটিয়াপাড়া থেকে মির্জাপুর পয়েন্ট পর্যন্ত এই যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা
সংস্কার কাজের জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের অংশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার ভোর থেকে মহাসড়কের নাটিয়াপাড়া থেকে মির্জাপুর পয়েন্ট পর্যন্ত এই যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন।
তিনি বলেন, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সংস্কারের কাজ করা চলছে। আজ (শুক্রবার) আরও বেশ কয়েকটি পয়েন্টে নতুন করে রাস্তা বন্ধ করে সংস্কার কাজ শুরু হয়। ফলে মহাসড়কের ওই সব অংশে দুই লেনের পরিবর্তে এক লেনে যানবাহনগুলো চলাচল করছে। তাই ভোর থেকে যানজট দেখা দিয়েছে৷
ওসি আরও বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের মাত্রাও কমছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
মতামত দিন