গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়েছিল
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ফের কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। এবার বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে দু'টি কম্পিউটার চুরি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করলেও কবে নাগাদ দু'টি কম্পিউটার চুরি হয়েছে তা জানাতে পারেননি বিভাগটির সভাপতি তছলিম আহম্মদ।
আরও পড়ুন- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে ৪৯ কম্পিউটার চুরি
তিনি বলেন, “করোনার মধ্যে মার্চের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। রেজাল্ট সংক্রান্ত কাজে গত ১৫ সেপ্টেম্বর বিভাগে যাই। দরজা খুলে টিনের চাল ভাঙা দেখতে পাই। পরে দেখি বিভাগের ২টি কম্পিউটার নেই। বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।”
তিনি জানান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কার্যক্রম টিনের ঘরে চলছে। অবস্থা জরাজীর্ণ। গাছপালা আর লতাগুল্মে ভরে উঠেছে পুরো বিভাগ। এখানে সাপের উপদ্রবও রয়েছে।
আরও পড়ুন- কম্পিউটার চুরি: গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ১৯ নিরাপত্তা প্রহরীকে শোকজ
এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ বলেন, “ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কম্পিউটার চুরি এবং জরাজীর্ণ অবস্থার কথা শুনেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই মুহূর্তে ক্যাম্পাসের বাইরে আছেন, তিনি এলে বিষয়টির সমাধান করা হবে। আপাতত বিভাগটির গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার কক্ষে রাখার জন্য বলেছি।”
আরও পড়ুন- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের চুরি যাওয়া কম্পিউটারের মধ্যে ৩৪টি উদ্ধার
প্রসঙ্গত, গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। পরে রাজধানী থেকে পুলিশ ৩৪টি কম্পিউটার উদ্ধার করে। ১৫টি কম্পিউটার এখনও উদ্ধার হয়নি। এ ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। এছাড়া ২০১৭ এবং ২০১৮ সালেও বিশ্ববিদ্যালয়টি থেকে প্রায় শতাধিক কম্পিউটার চুরির ঘটনা ঘটেছিল।
মতামত দিন