ঢাকার হলিক্রস কংগ্রেগেশনের সাবেক প্রধান ও নটরডেম কলেজের প্রতিষ্ঠাতাবৃন্দের অন্যতম ফাদার টিম কলেজটির ষষ্ঠ অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন
বাংলাদেশের আজীবনের বন্ধু ফাদার রিচার্ড উইলিয়াম টিম, সিএসসি মারা গিয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ৯৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রে মারা যান তিনি।
শনিবার মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেইনিং স্কুলের (এমএডব্লিউটিএস) পরিচালক ও কারিতাস বাংলাদেশের ট্রাস্ট অখিলা ডি রেজারিও ঢাকা ট্রিবিউনকে এখবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “শনিবার সকালেই আমি ফাদার টিমের চলে যাওয়ার খবরটি পেয়েছি। তিনি বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন এবং বেশ কিছুদিন যাবতই খুব অসুস্থ ছিলেন।”
তিনি আরও বলেন, “১৯৭৫ সালে ফাদার টিম যখন প্রণিবিদ্যা পড়াতেন সেই সময় আমি নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলাম।”
ফাদার টিম সেক্রেড হার্ট প্রভিন্সের একজন সদস্য ছিলেন এবং প্রায় ৬৬ বছর বাংলাদেশে বাস করেছেন। তিনি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের অন্যতম পথিকৃৎ।
ঢাকার হলিক্রস কংগ্রেগেশনের সাবেক প্রধান ও নটরডেম কলেজের প্রতিষ্ঠাতাবৃন্দের অন্যতম ফাদার টিম কলেজটির ষষ্ঠ অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন।
নটরডেম কলেজের বর্তমান অধ্যক্ষ ফাদার হেমন্ত রোজারিও, সিএসসি ফাদার টিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। একইসাথে তিনি তার আত্মার শান্তি কামনা করেছেন।
নটরডেম কলেজও তাদের ফেসবুক পেইজে ফাদার টিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
ফাদার টিম একাধারে একজন শিক্ষাবিদ, প্রণিবিদ এবং সামাজিক উন্নয়নমূলক কাজে একজন অত্যন্ত সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন।
তিনি ১৯৫২ সালে ঢাকায় আসেন এবং এতগুলো বছর এখানেই থাকছিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে বিধ্বস্ত গ্রামগুলির জন্য যুদ্ধকালীন প্রকল্পগুলির দায়িত্ব নেওয়ার পরে পরিকল্পনার কর্মকর্তা হিসাবে কারিতাসে যোগ দেন।
এরপর ১৯৭৪ সালে বিচারপতি ও শান্তি কমিশন শুরুর পরে তিনি নির্বাহী সচিব হিসেবে দীর্ঘ ২৩ বছর দায়িত্ব পালন করেন।
মতামত দিন