হালখাতা উপলক্ষ্যে মাইকে গান চালাতে গিয়ে এই ঘটনা ঘটে
বগুড়ার সোনাতলায় হালখাতা উপলক্ষ্যে মাইকে গান চালাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কিয়াছের মোড় বাজারে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
এই ঘটনায় নিহত দুই ব্যক্তি হলেন- সোনাতলা উপজেলার মধ্য দীঘলকান্দি গ্রামের মকবুল প্রামানিকের ছেলে জাইদুল ইসলাম (৩৫) ও বাবু মিয়ার ছেলে জিয়ারুল ইসলাম (২৪)। সম্পর্কে তারা দু’জন চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিয়াছের মোড় বাজারে পাওয়ার টিলার দিয়ে জমি চাষের ব্যবসা করতেন জাইদুল ইসলামের। এই ব্যবসার পাওনা টাকা আদায়ে বৃহস্পতিবার দোকানে হালখাতার আয়োজন করেন তিনি। হালখাতা উপলক্ষ্যে তার দোকানে মাইকে গান ছাড়ার ব্যবস্থা করা হয়। কিন্তু বিকাল ৫টার দিকে হঠাৎ মাইকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় তার চাচাতো ভাই জিয়ারুল পাশে থাকা একটি বাঁশে উঠে মাইক ঠিক করার চেষ্টা করছিলেন। জাইদুল এ সময় বাঁশটি ধরেছিলেন। হঠাৎ করেই বাঁশটি বৈদ্যুতিক সংযোগের তারের ওপর হেলে পড়ে। এতে ঘটনাস্থলেই জিয়ারুলের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন জাইদুল। পরে জাইদুলকে উদ্ধার করে স্থানীয়রা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন