বিয়ে না করায় ওই নার্সকে লাগাতার উত্যক্ত করে আসছিল অভিযুক্ত আজিজুর রহমান
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ভিতরে এক নার্সকে উত্যক্ত করায় পীরগঞ্জ উপজেলার এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে সদর হাসপাতালে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন। এ ঘটনায় অভিযুক্ত আজিজুর রহমান (৩০) পীরগঞ্জ উপজেলার নোহালী গ্রামের বাদিন্দা।
জানা যায়, সোমবার সদর হাসপাতালে এক নার্সকে উত্যক্ত করছিলেন আজিজুর। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাকিবুল আলম সদর উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেন। পরে আজিজুরকে আটক করে জিজ্ঞসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের দোষ স্বীকার করেন। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন।
ইউএনও আব্দুল্লাহ-আল-মামুন জানান, “আজিজুর রহমানের সাথে ওই নার্সের বিয়ে ঠিক হয়েছিল কিন্তু পরবর্তীতে তার সাথে বিয়ে না হয়ে অন্যত্র সেই নার্সের বিয়ে হওয়ায় তাকে লাগাতার উত্যক্ত করে যাচ্ছিল আজিজুর রহমান। একই ভাবে আজকেও তাকে উত্যক্ত করার সময় আজিজুরকে আটক করা হয়।”
তিনি আরও বলেন, “একজন সামনের সারির সৈনিককে যে কোনো হয়রানিতে ফেলার অর্থ- জনসাধারণের জীবন মরণের লড়াইকে ক্ষতিগ্রস্ত করা। ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
মতামত দিন