সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের অনুমোদনের মাধ্যমে দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০টিতে পৌঁছালো
দেশে আরও একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদে “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০২০” উত্থাপন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করতে সংশ্লিষ্ট কমিটিতে প্রেরণ করা হয়।
কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
প্রস্তাবিত আইনটি অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুসরণ করে তৈরি করা হয়েছে।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের অনুমোদনের মাধ্যমে দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০টিতে পৌঁছালো। যার মধ্যে ১৯টির কার্যক্রম চালু আছে।
মতামত দিন