মাশরাফির বাবা বলেন, মাশরাফির জার্সিও নিলামে বিক্রি হয়েছে। সেই অর্থও এই হাসপাতালে ব্যয় করা হবে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক ও থায়রো কেয়ার সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা ছাড়াও এলাকার বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাশরাফির পক্ষ থেকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুর ইসলাম অনিক ঘোষণা দেন, কয়েকদিন আগে নিলামে ওঠা মাশরাফির প্রিয় ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে।
অনুষ্ঠানে মাশরাফির বাবা গোলাম মুর্তজা শ্বপন বলেন, মাশরাফির জার্সিও নিলামে বিক্রি হয়েছে। সেই অর্থও এই হাসপাতালে ব্যয় করা হবে।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা আ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, স্পেকটা হেক্সা গ্রুপের চেয়ারম্যান মো. আকরামুজ্জামান, গ্রুপের পরিচালক মো. আহসানুজ্জামান, আব্দুল মুকিত লাভলু, ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট রেজাউল খবির রাজু প্রমুখ।
“নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান” এই স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে মাশরাফির নেতেৃত্বে নড়াইলে গঠিত হয়েছিলো নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।“ রান ফর নড়াইল” এই ম্যারাথনের মাধ্যমেই সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটির চেয়ারম্যান মাশরাফি নিজেই। মূলত স্বাস্থ্য, শিক্ষা, খেলা, সংস্কৃতি, শিষ্টাচার, পরিবেশসহ মোট ১১টি বিষয়ে কাজ করে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
মতামত দিন