হত্যার পর ঘরের সিলিংয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে (২৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দিয়েছে।
শনিবার (৩০ আগস্ট) রাতে এ ঘটনায় একটি মামলা করেছেন নিহত গৃহবধুর বাবা বুদ্ধিশ্বর পাল। এতে আসামি করা হয়েছে মেয়ের স্বামীসহ ৫ জনকে।
এদিকে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানায়, প্রায় ১০ বছর আগে উপজেলার রসুলপুর বৈরাগী পাড়ার বৈদ্যনাথ পালের সঙ্গে বিয়ে হয় ওই নারীর। বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করে আসছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার দিন (শুক্রবার) দিবাগত গভীর রাতে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার সূত্র ধরে স্বামী, শ্বশুর-শাশুড়ি ও দেবর-ননদ মিলে ওই নারীকে পিটিয়ে হত্যা করে। পরে তাকে ঘরের সিলিংয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।
এলাকাবাসী জানায়, সারারাত সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজিয়ে ওই নারীকে স্বামী ও স্বামীর পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ শনিবার বিকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযানে নেমেছে।
মতামত দিন