স্থানীয়দের অভিযোগ, বিজিবি সদস্যরা মাঝে মাঝে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করলেও পুলিশে ভূমিকা নীরব
শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ৪৬০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ইলিশ মাছের চালানটি উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়েই পাচারকারীরা পালিয়ে যায়।
খুলনা ২১ বিজিবির গোগা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় সীমান্ত এলাকা থেকে মাছগুলো উদ্ধার করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাছগুলো গোগা গ্রামের একটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, স্থানীয়রা জানান, চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেনসিডিল, মদ, গাঁজা ও রূপা নিয়ে আসছে। আর বাংলাদেশ থেকে পাচার হচ্ছে সোনা, ডলার ও ইলিশ মাছ। বিজিবি সদস্যরা মাঝে মাঝে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করলেও পুলিশে ভূমিকা নীরব।
মতামত দিন