প্রজনন মৌসুমে এটা সাধারণ ঘটনা বলে উল্লেখ করেন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট
রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় এবার মারামারিতে এক হরিণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে হরিণের মৃতদেহ সীমানার মধ্যে পড়ে থাকতে দেখেন কর্মচারীরা। পরে ওই চত্ত্বরের ভেতরেই মৃত হরিণটিকে মাটিচাপা দেওয়া হয়।
শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাটি পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন। এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, হরিণের প্রজননকাল চলছে। এ সময়টা তারা বেশিরভাগ উত্তেজিত হয়ে থাকে। একটি নারী হরিণের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য দুটি পুরুষ হরিণের মারামারির ঘটনা ঘটে। এতে একটি পুরুষ হরিণ আরেকটি পুরুষ হরিণের পেটের ভেতর শিং দিয়ে সজোরে গুঁতো দেয়। ফলে ওই হরিণটির মৃত্যু হয়। প্রজনন মৌসুমে এটা সাধারণ ঘটনা বলেও উল্লেখ করেন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ উদ্দিন বলেন, কর্মচারীদের মাধ্যমে হরিণের মারামারি ঘটনাটি কর্তৃপক্ষ জানতে পারে। এরপর সকালে হরিণটিকে সীমার মধ্যেই মাটিচাপা দেওয়া হয়। বর্তমানে চিড়িয়াখানায় ৭১টি হরিণ রয়েছে।
উল্লেখ, গত এপ্রিলে কুকুরের হামলায় চারটি হরিণ মারা যায়। তার আগে চিড়িয়াখানায় ৭৬টি হরিণ ছিল। এপ্রিল মাসে চারটি মারা যাওয়ার পরে ৭২টি ছিল। একটি মারা যাওয়ার পরে এখন আর ৭১টি হরিণ আছে।
মতামত দিন