এ সময় বাইরে আরও এক যুবক পাহারায় ছিল
চটপটি খেয়ে ফেরার পথে রাজধানীর মিরপুরে এক তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছে। গত শনিবার (১৫ আগস্ট) রাতে মিরপুর থানাধীন কল্যাণপুর এলাকায় এ ঘটনায় ঘটে।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রহিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধর্ষণের শিকার তরুণী গত ১৫ আগস্ট রাতে কল্যানপুর বস্তির বাসা থেকে এক বান্ধবীর সাথে পাশের বাজারে চটপটি খেতে যায়। সেখান থেকে ফেরার পথে জনি (২৫) নামের এক যুবক ফুঁসলিয়ে স্থানীয় স্কুলের পেছনে একটি ছাপড়া ঘরে নিয়ে যায় ও ধর্ষণ করে। এ সময় বাইরে আরও এক যুবক পাহারায় ছিল। ঘটনার পর বিষয়টি বড় বোনকে জানায় ওই তরুণী।
ভিকটিমের বড় বোন জানান, তাদের বাবা মা উভয় মারা গেছেন। তিনি বিবাহিত ও অন্যত্র থাকেন। তার ছোট বোন (ধর্ষণের শিকার তরুণী) অনেকটা বুদ্ধি প্রতিবন্ধী।
তিনি বলেন, “সে বোনকে ফুঁসলিয়ে ধর্ষণ করেছে।”
এসআই বলেন, “গত ১৭ তারিখ ঐ তরুণী থানায় অভিযোগ করেন। পরে আমরা অভিযান চালিয়ে রাতেই জনিকে গ্রেফতার করি। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।”
তিনি আরও জানান, ধর্ষণের শিকার তরুণীকে মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) ভর্তি করা হয়েছে।
মতামত দিন