জাহাজডুবির পর কাছাকাছি থাকা অন্য একটি ফিশিং বোট নাবিকদের উদ্ধার করে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে নারায়নগঞ্জ যাওয়ার পথে হাতিয়ার ভাসানচরে ডুবে যাওয়া 'এমভি আখতার বানু' জাহাজের ১৪ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) ভাসানচরের উপকূল থেকে তাদের উদ্ধার করেন স্থানীয় জেলেরা। পরে উদ্ধার করা নাবিকদের হাতিয়ার সূর্যমুখী বাজারে রেখে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, “ডুবে যাওয়া জাহাজটিতে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। এখন জাহাজটি উদ্ধারে মালিকপক্ষকে চিঠি দেয়া হয়েছে।”
ডুবে যাওয়া এমভি আখতার বানু-১ জাহাজের শিপিং এজেন্ট “লিটমন্ড শিপিং এর অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন বলেন, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে হাতিয়া এলাকায় আমাদের একটি জাহাজ ডুবে ১৪ নাবিক নিখোঁজ হয়। রবিবার তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।”
নাবিকরা জানিয়েছে, জাহাজটি বিরূপ আবহাওয়ার কারণে সাগরে উত্তাল ঢেউয়ের তোড়ে জাহাজ ডুবে যাওয়ার সময় সকল নাবিক লাইভ জ্যাকেট পরে সাগরে লাফিয়ে পড়ে। সাঁতার কেটে তারা কাছাকাছি অন্য একটি ফিশিং বোটে উঠতে সক্ষম হয়। আজ সকালে ওই বোটটি তাদের উপকূলে পৌঁছে দিয়েছে।
উল্লেখ্য, সাগর উত্তাল থাকায় শনিবার ১ হাজার ৮০০ টন গম বোঝাই জাহাজ এমভি আখতার বানু-১ ভাসান চর এলাকায় ডুবে গেলে জাহাজটির ১৪ নাবিক নিখোঁজ হয়।
মতামত দিন