তবে, পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে
নিয়মিত বেতন পরিশোধ, বোনাস ও অন্যান্য বকেয়া ভাতার দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। রবিবার (১৬ আগস্ট) দুপুর ২টায় আনারপুরা এলাকার বসুন্ধরা টিস্যু পেপার মিলস লিমিটেডের দুই শতাধিক শ্রমিক এই বিক্ষোভে অংশ নেয়। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা ট্রিবিউনকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট শিবু নাথ সরকার বলেন, “প্রায় দুই শতাধিক শ্রমিক নিয়মিত বেতন, বোনাস ও ওভার টাইমের মজুরির দাবিতে খবর পেয়ে মহাসড়কে অবরোধ করছে এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাদের কারখানার সামনে অবস্থান নেয়ার জন্য বলা হয়।”
আন্দোলনরত অভিযোগ করেন, বসুন্ধরা টিস্যু পেপার মিলস দীর্ঘদিন যাবৎ অনেক শ্রমিককে ২-৩ মাস পর পর এক মাসের বেতন দিয়ে আসছে। প্রায় ১৫ মাস ধরে ওভারটাইমের টাকা দিচ্ছে না। তাই তারা পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন।
এই পাঁচ দাবি হলো - ১৪ মাসের বকেয়া বেতন পরিশোধ, বন্ধের চার দিনের টাকা পরিশোধ, প্রতি মাসের ১২ তারিখে বেতন ও ২৬ তারিখের মধ্যে ওভারটাইমের টাকা পরিশোধ, সরকারি ছুটির দিন শ্রমিকদের ছুটি এবং বার্ষিক ইনক্রিমেন্টের এক মাসের টাকা পরিশোধ করা।
গজারিয়া থানার ওসি ইকবাল হোসেন জানান, “পাঁচ দফা দাবিতে শ্রমিকরা ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে। তারা ৫ দফা দাবিতে রাস্তা অবরোধ করেন। পরে মালিক কর্তৃপক্ষ এসে তাদের প্রথম চারটি দাবি মেনে নেয়। এর ফলে কাজে ফিরে যান শ্রমিকরা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”
মতামত দিন