গত বইমেলায় টাকা বাদেও বিদ্যানন্দ প্রকাশনী পুরাতন ইলেকট্রনিক্সের বিনিময়ে বই বিক্রি করেছিলো
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই অনলাইনে পাঠদান কর্মসূচি চালু করেছে। কিন্তু স্মার্টফোন কিংবা ল্যাপটপ কেনার সামর্থ্য না থাকায় অনেক শিক্ষার্থীই অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে না। ফলে তারা পিছিয়ে পড়ছে অন্যদের তুলনায়। এবার এসব সামর্থ্যহীন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন।
এসব শিক্ষার্থীদেরকে বিনামূল্যে স্মার্টফোন ও ল্যাপটপ বিতরণের ঘোষণা দিয়েছে বিদ্যানন্দ। প্রতিষ্ঠানটি জানায়, “একটি দুইটি নয়, শতশত পরিবার পাবে এই উপহার।”
মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে এমন ঘোষণা দেয় বিদ্যানন্দ।
তারা জানায়, গত বইমেলায় টাকা বাদেও বিদ্যানন্দ প্রকাশনী পুরাতন ইলেকট্রনিক্সের বিনিময়ে বই বিক্রি করেছিলো। সেই ক্যাম্পেইনে সংগ্রহ করা হয়েছিল ৫০০-এর অধিক মোবাইল হ্যান্ডসেট ও ল্যাপটপ। এবার সেগুলোর বণ্টনের কাজ শুরু করতে যাচ্ছে বিদ্যানন্দ।
মোবাইল এবং ল্যাপটপ মেরামত করার পর সেগুলো বিতরণ করা হচ্ছে করোনাভাইরাস মহামারিতে অনলাইনে ক্লাসে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের মাঝে।
আবর্জনাকে সম্পদে রূপান্তর করার এই ক্যাম্পেইনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিদ্যানন্দ।
আপনার অব্যবহৃত স্মার্টফোন কিংবা ল্যাপটপ থাকলে, সেগুলো বিদ্যানন্দের মাধ্যমে তুলে দিতে দরিদ্র শিক্ষার্থীর কাছে। সরাসরি তাদের কার্যালয় কিংবা কুরিয়ার করা যাবে- বিদ্যানন্দ ঢাকা শাখা, বাড়ি নং- ১৩ (দ্বিতীয় তলা), রোড নং-২/বি, পল্লবী আবাসিক এলাকা, মিরপুর, এই ঠিকানায়। ফোন নম্বর: 01878116234
মতামত দিন