‘বিজিবির পক্ষ থেকে প্রায় ১৫ হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে’
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশের নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৬০০টি অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন “বিজিবির পক্ষ থেকে প্রায় ১৫ হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
সকলকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, “নিজে সুস্থ্য থাকবেন-নিরাপদ থাকবেন এবং পরিবার ও সমাজকে সুস্থ্য রাখবেন।”
এ সময় উপস্থিত নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিদ্যানন্দ ফাউন্ডেশন।
উল্লেখ্য, বিতরণ করা ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে চাল ছয় কেজি, এক কেজি ডাল, ৫০০ গ্রাম তেল, ৫০০ গ্রাম লবণ, দুই কেজি আটা, ২৫০ গ্রাম সুজি ও এক প্যাকেট বিস্কুট।
মতামত দিন