একসময় এসব নদীতে ভাটা হলে অনেক ডলফিন দেখা যেত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঝাপালী খোলপেটুয়া নদীর চর থেকে ৮০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকালে স্থানীয়রা মৃত ডলফিনটিকে চরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে জানায়। ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ বিষয়টি তাৎক্ষণিক শ্যামনগর মৎস্য কর্মকর্তাকে জানান।
এ বিষয়ে কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, “একসময় এসব নদীতে ভাটা হলে অনেক ডলফিন দেখা যেত। কিন্তু নদী ছোট হয়ে যাওয়ায় ডলফিন খুব কম দেখা যায়। আজ (রবিবার) সকালে স্থানীয়রা ডলফিনটি খোলপেটুয়া নদীর চরে ভাসতে দেখে উদ্ধার করে।ডলফিনের মরদেহ থেকে আসা গন্ধে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই সেটিকে মাটিতে পুঁতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
শ্যামনগর মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার জানান, “মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কামাল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে মৃত ডলফিনটিকে মাটিতে পুঁতে রাখার সিদ্ধান্ত নেন। পুরুষ ডলফিনটি ৫ ফিট ৪ ইঞ্চি লম্বা এবং এর ওজন প্রায় ৮০ কেজি।”
মতামত দিন