গরুর খুটির সাথে হাত-পা বেঁধে ঘণ্টাব্যাপী তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে জোর করে তাকে গরুর গোবর খাইয়ে দেওয়া হয়
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলায় এক কৃষককে খুঁটির সাথে বেঁধে অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লোমহর্ষক এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। পরে শনিবার (৮ আগস্ট) সকালে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রশিদ মল্লিক নামের একজনকে আটক করে।
নির্যাতনের শিকার মনসুর নামের ওই কৃষক জানায়, সম্প্রতি জমি নিয়ে ভগ্নিপতি রশিদ মল্লিকের সাথে তার বিরোধ হলে গত ২৫ জুলাই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর প্রকাশ্যে গরুর খুটির সাথে হাত-পা বেঁধে ঘণ্টাব্যাপী তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে জোর করে তাকে গরুর গোবর খাইয়ে দেওয়া হয়। প্রতিপক্ষ গ্রুপ প্রভাবশালী হওয়ায় এতোদিন ভয়ে তিনি চুপ ছিলেন।
এদিকে শুক্রবার বিকেলে নির্যাতনের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে টনক নড়ে প্রশাসনের। পরে শনিবার সকালে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক থাকায় অভিযুক্ত রশিদ মল্লিকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) রতন কুমার শীল এ তথ্য নিশ্চিত করে বলেন, “ঘটনার সাথে জড়িত রশিদ মল্লিক নামের একজনকে আটক করা হয়েছে। অন্যদেরকেও আটকে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।”
মতামত দিন