আংশিক পচে যাওয়ায় মাছটিকে মাটিচাপা দেয়া হয়েছে
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ১৭ কেজি ওজনের একটি মরা কাতল মা মাছ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকালে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা আমতলী বাজারের পশ্চিম অংশ থেকে মাছটি উদ্ধার করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানিয়েছেন।
তিনি বলেন, হালদায় মরা কাতল মা মাছ ভেসে উঠতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১৭ কেজি ওজনের মরা মাছটি উদ্ধার করা হয়। আংশিক পচে যাওয়ায় মাছটি মাটিচাপা দেয়া হয়েছে।
শরীরে পচন ধরার ফলে, ঠিক কী কারণে মাছটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান রুহুল আমিন।
মতামত দিন