দুর্ঘটনায় এক কনস্টেবলও আহত হয়েছেন
রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় বাসের ধাক্কায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ৩টায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিমানবন্দর থানা পুলিশ।
নিহত এএসআই জিয়াউর রহমানের (৩৭) বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলায়। তার পিতার নাম মো. শফি উদ্দিন। জিয়াউর ঢাকা মেটোপলিটন পুলিশের (ডিএমপি, দক্ষিণ) গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন।
বিমানবন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে কাওলা ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় ঘটোনাস্থলেই প্রাণ হারান এএসআই জিয়াউর রহমান। এ সময় তার সঙ্গে থাকা কনষ্টেবল আতিয়ার রহমান সামান্য আহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে এসআই সুমন শিকদারের তত্ত্বাবধানে সুরতহাল প্রতিবেদন তৈরি করে বিমানবন্দর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নিহত পুলিশ সদস্যের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত শেষে জিয়াউরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
মতামত দিন