দু’টি ছবিতে দেখা যায়, হেলমেট ছাড়াই মোটরসাইকেলে বসে আছেন তিনি
মোটরসাইকেলে হেলমেটবিহীন অবস্থায় ছবি ফেসবুকে দিয়ে সমালোচনার মুখে পড়েছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রবিবার (২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজ সংসদীয় আসন নাটোর-৩’এ সিংড়া উপজেলায় নির্মানাধীন “চলনবিল ডিজিটাল সিটি” পরিদর্শনের সময় কিছু ছবি পোস্ট করেন পলক।
ওই পোস্টের দু’টি ছবিতে দেখা যায়, হেলমেট ছাড়াই মোটরসাইকেলে বসে আছেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা দুজনেরো হেলমেট ছিলো না। এতে অনেকেই সেখানে সমালোচনামূলক কমেন্ট করেন।
সোমবার (৩ আগস্ট) এ নিয়ে কথা বলতে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে যোগাযোগ করার কয়েকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সিংড়ার সহকারী পুলিশ সুপার মো. জামিল রেজা বলেন, প্রতিমন্ত্রী পুলিশ প্রহরায় “চলনবিল ডিজিটাল সিটি পরিদর্শনে যান। এ সময় সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) সেখানে ছিলেন।
তবে জামিল রেজা জানান, ছবি তোলার সময় তারা ঘটনাস্থলে ছিলেন না।
এর আগেও ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগ ওঠে পলকের বিরুদ্ধে। ২০১৯ সালের জানুয়ারিতে হেলমেট ছাড়া মোটরসাইকেলের পেছনে বসে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার সৃষ্টি করেন তিনি। দ্বিতীয় মেয়াদে প্রথম কার্যদিবসেই সময়ের মধ্যে অফিসে পৌঁছাতে তিনি তাড়াহুড়ায় এমনটি করেন বলে জানা যায়।
রাজধানীর ন্যাম ভবন থেকে আগারগাঁওয়ে অফিসে যাওয়ার পথে সেদিন অ্যাপভিত্তিক মোটরসাইকেল সেবার সহায়তা নেন প্রতিমন্ত্রী। তবে তিনি সে সময় বলেন, মোটরসাইকেলচালক তাকে কোনো হেলমেট সরবরাহ করেননি।
মতামত দিন