ঈদ উপলক্ষে ওসির দেওয়া নতুন জামা পেয়ে খুশি শিশুরা
করোনাভাইরাস মহামারিতে কর্মহীন ও বন্যার পানিতে দিশেহারা অসহায়-হতদরিদ্র শিশুদের নতুন জামা কিনে দিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর এলাকায় রাস্তার পাশে থাকা বানভাসি শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন ওসি। এছাড়াও বানভাসি অর্ধশতাধিক অসহায় শিশুদের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করেছেন তিনি।
আসন্ন ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার হিসেবে ব্যক্তিগত উদ্যোগে এ উপহার ও সহায়তা সামগ্রী দেন তিনি।
ঈদ উপলক্ষে ওসির দেওয়া নতুন জামা পেয়ে খুশি বানভাসি শিশুরাও। শিশু রায়হান, কবির হাসান ও আরাফাত রহমানের ভাষায়, ‘‘এবার ঈদে স্যারের দেয়া নতুন জামা-কাপড় পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। স্যারকে ধন্যবাদ, করোনা মধ্যেই আমাদের মতো অসহায় শিশুদের ঈদ উপহার দেওয়ার জন্য।’’
ওসি রাশিদুল ইসলাম বলেন, “বন্যায় পানিবন্দি অনেক পরিবার রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। কর্মহীন হয়ে পড়েছেন এসব পরিবারের উপার্জনস্বক্ষম ব্যক্তিরা। ঈদের আনন্দ নেই অনেক শিশুর। তাই কোমলমতি শিশুদের মুখে হাসি ফুটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি নিতে নতুন জামা দিয়ে পাশে দাঁড়াতে চেষ্টা করেছি।”
মতামত দিন