একই সাথে সুপ্রিম কোর্টের নমুনা সংগ্রহ কেন্দ্রে আগত সবার জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে
করোনাভাইরাসের বিস্তার রোধে সুপ্রিম কোর্টে আগতদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রেজিস্টার জেনারেল আকবর আলী খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রুখতে কোর্টের কর্মকর্তা, আইনজীবী, আইনজীবীদের সহকারী, বিচারপ্রার্থীসহ সুপ্রিম কোর্টে আগত সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে।
একই সাথে সুপ্রিম কোর্টের নমুনা সংগ্রহ কেন্দ্রে আগত সবার জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞতিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের বেকারি-১ ও ২-এর সকল কর্মচারীদেরও কোর্ট প্রাঙ্গণে থাকাকালীন সময়ে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।
মতামত দিন