বাসে গল্প থেকে নৈকট্য। এর একদিন পরেই নাটোরে প্রতারণার ফাঁদে পড়েন ব্যবসায়ী
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ব্যবসায়ী মিজানুর রহমানের সঙ্গে যাত্রীবাহী বাসে পরিচয় রাজশাহীর চারঘাট এলাকার গৃহবধু প্রতারক শরিফা আক্তার সাথীর। সাথী রাজশাহীর হলিদাগাছি এলাকার মামুনুর রহমান বাবুর স্ত্রী। এই নারীর প্রতারণার ফাঁদে পড়ে ২ লাখ ১০ হাজার টাকা খোয়া যায় মিজানুরের।
জানা গেছে, রাজধানী থেকে বাসে করে ওই ব্যবসায়ী যাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জে। একই বাসের যাত্রী সাথী যাবেন বানেশ্বরে। পথিমধ্যে যাত্রা বিরতিতে সিরাজগঞ্জে মুঠোফোন নম্বর দেওয়া-নেওয়া। পরে বাসে গল্প থেকে নৈকট্য। এর একদিন পরেই নাটোরে প্রতারণার ফাঁদে পড়ে লোকসান হয় ব্যবসায়ী মিজানুরের।
অবশেষে নাটোরের পুলিশের হাতে ধরা পড়েছেন সাথীসহ প্রতারক চক্রের ৫ সদস্য। উদ্ধার করা হয়েছে ১ লাখ টাকা।
বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সাথী ছাড়াও গ্রেফতারকৃত অন্যান্যরা হলো- নাটোর সদর থানার ফুলস্বর এলাকার আবুল হোসেন (৩২), নাটোর সদরের নিশ্চিন্তপুর গ্রামের বিকাশ এজেন্ট ফারুক (২৮), অর্জুনপুর গ্রামের হোসেন আলী (৪০) ও রাজশাহীর চারঘাট থানা এলাকার শিবপুর গ্রামের সিএনজি চালক নজু (৩৫)।
চক্রের আরেক সদস্য পলাতক শহিদুল ইসলামকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
সদর থানার ওসি জাহাঙ্গীর আলম ও পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, মিজানুর রহমানের সঙ্গে ১৪ জুলাই রাজধানীর কল্যাণপুর থেকে ছাড়া হানিফ পরিবহনের একটি বাসে পরিচয় হয় সাথীর। পথে সিরাজগঞ্জে যাত্রা বিরতির সময় পরস্পর মোবাইল নম্বর বিনিময় করে। এরপর বানেশ্বর নামার আগ পর্যন্ত পরস্পরের গল্প আর নৈকট্য হয়। ১৫ জুলাই রাত সাড়ে সাতটার দিকে সাথী মিজানুরকে ফোন দিয়ে বানেশ্বর আসতে বলে। সেখানে পৌঁছার পর সিএনজিতে তারা নাটোর সদর উপজেলার ফুলস্বর গ্রামের জমির উদ্দিন সরকারের বাড়িতে ওঠে।
“পরিকল্পনা অনুযায়ী সেখানে পৌছে সাথীর ফিটিং চক্রের সহযোগীরা। তারা মিজানুরকে বেঁধে, মারপিট শেষে ভয় দেখিয়ে বিভিন্ন বিকাশ নম্বরে ২ লাখ ও নগদ ১০ হাজার টাকা নিয়ে নেয়। এরপর আবুল ও শহিদুল মোটরসাইকেলে মিজানুরকে আহম্মদপুরে নামিয়ে দেয়।”
পরে ভুক্তভোগী মিজান নাটোর সদর থানায় আবুল,সাথী ও শহিদুলের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পুলিশ ওই ৫ প্রতারককে গ্রেফতার, সিএনজি জব্দ ও আবুলের বাড়ি থেকে ১ লাখ টাকা উদ্ধার করে।
মতামত দিন