মঙ্গলবার (২১ জুলাই) রাতে ভোলার চরমানিকা ইউনিয়নে এ ঘটনা ঘটে
ভোলায় চর মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ঝড়ের তাণ্ডবে বসতঘরের নিচে চাপা পড়ে ঘুমের মধ্যে রিংকু বেগম (৩০) নামে এক নারী ও জুনায়েদ হোসেন (৫) এবং তানজিদ (৩) নামে তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে চর আইচা গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা ওই এলাকার মো. হানিফের স্ত্রী ও দুই ছেলে।
চর মানিকা মৎস্যজীবী লীগের সভাপতি মো. আব্দুল মন্নান জানান, নিহতের স্বামী মো. হানিফ ঢালচর এলাকায় ব্যবসা করেন। তাদের পরিবারের সবাই দীর্ঘদিন ঢালচরে বসবাস করতো। গত ৫/৬ মাস আগে তারা একই এলাকায় জমি ক্রয় করে টিন শেডের একটি পাটাতনের ঘর নির্মাণ করেন। সেখানে হানিফের স্ত্রী ও তার দুই সন্তান থাকতো।
তিনি আরও জানান, মঙ্গলবার রাতে রিংকু বেগম তার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলো। হঠাৎ ঝড়ে তাদের ঘর বিধ্বস্ত হয়ে ভেঙে পড়লে ঘটনাস্থলেই মা ও দুই ছেলের মৃত্যু হয়েছে।
চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে আমরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করছি। নিহতদের দাফন-কাফনের জন্য আমরা সরকারিভাবে প্রাথমিক পর্যায়ে কিছু টাকা দেওয়া হবে। পরবর্তীতে তাদের আরও সহযোগিতা করা হবে।
মতামত দিন