এর আগে উত্তরায় সাহেদের গোপন অফিসে অভিযান চালিয়ে ১,৪৬,০০০ জাল টাকা উদ্ধার করে র্যাব
উত্তরায় রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদের গোপন অফিস থেকে জাল টাকা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাহেদের বিরুদ্ধে জাল টাকার মামলা করা হয় বলে ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র শাহ।
এর আগে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে সাহেদকে ঢাকায় আনার পর উত্তরায় তার গোপন অফিসে অভিযান চালায় র্যাব। অভিযানে ১ লাখ ৪৬ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল তারা। র্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত ছয় হাজার ভুয়া করোনাভাইরাস পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায়।
এর একদিন পর গত ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিলেন। সাহেদের খোঁজে সোমবার মৌলভীবাজারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলেও সেখানে তাকে পাওয়া যায়নি।
পরে বুধবার ভোরে ছদ্মবেশে ভারতে পালানোর সময় দেবহাটার শাঁখরা কোমরপুর সীমান্ত থেকে বোরকা পরা অবস্থায় সাহেদকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। পরে তাকে সেখান থেকে ঢাকায় নিয়ে আসা হয়।
মতামত দিন