বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে করা আবেদনের শুনানি শেষে সাহেদ ও মাসুদের ১০ দিন করে এবং তরিকুলের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন
নিজেই করোনাভাইরাসে আক্রান্ত বলে আদালতে দাবি করেছেন প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে করা রিমান্ড আবেদনের শুনানিতে এই দাবি করেন তিনি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলী আবু আব্দুল্লাহ বিবিসি’কে বলেন, “আদালতে মো. সাহেদ বলেছেন যে তিনি নিজেই করোনাভাইরাস রোগী।”
তিনি আরও জানান, অভিযুক্তরা করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দিয়ে রাষ্ট্রের ক্ষতি করেছেন। এমনকি বিদেশ থেকেও এজন্য অনেককে ফেরত আসতে হয়েছে। তাই তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন মঞ্জুরের অনুরোধ করেছিলেন তারা।
আরও পড়ুন- সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
এর আগে, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় মো. সাহেদ (৪৫), মো.মাসুদ পারভেজ (৩৯) ও মো.তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলী এই তিন আসামিকে ডিবি কার্যালয় থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে করা আবেদনের শুনানি শেষে সাহেদ ও মাসুদের ১০ দিন করে এবং তরিকুলের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, সাহেদের আইনজীবী নাজমুল হোসেন আদালত প্রাঙ্গণে থাকা সাংবাদিকদের বলেন, "আসামি অসুস্থ ও তারা বাংলাদেশের স্থায়ী নাগরিক তাই তারা পালিয়ে যাবেন না। তাছাড়া তাদের বিরুদ্ধে মামলা তদন্তাধীন। এসব উল্লেখ করে আমরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেছিলাম।”
আরও পড়ুন- সাতক্ষীরায় সাহেদসহ তিনজনকে আসামি করে অস্ত্র আইনে মামলা
মতামত দিন